অরুণাচলের জঙ্গলে বিরল স্তন্যপায়ী

অরুণাচলের জঙ্গলে বিরল স্তন্যপায়ী

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ ডিসেম্বর, ২০২১

নভেম্বর মাসে ডাব্লিউ ডাব্লিউ এফের সহায়তায় ভূপৃষ্ঠ থেকে ৩৫০০ মাইল উচ্চতায় পাহাড়ে ঘেরা জঙ্গলে ক্যামেরা লাগানো হয়েছিলো স্নো লেপার্ড পরিসংখ্যানের জন্য। কিন্তু সেই লুকোনো ক্যামেরাতেই ধরা পড়লো অন্যতম বিরল স্তন্যপায়ী। অরুণাচল প্রদেশের পূর্বে কামেং জেলার সেপ্পা জঙ্গলের ঘটনা। ভারতের জঙ্গলে এই বিরল স্তন্যপায়ী দেখে হতবাক বন অধিকারিকরাও।
তাকিন নামের এই প্রাণীটি ছাগল গোত্রের। কিন্তু দেহ ছাগলের তুলনায় অনেক বড়। মনে করা হয় বিশ্বের অন্যতম বিশাল স্তন্যপায়ী প্রাণী এই তাকিন। মূলত এশিয়া মহাদেশের পার্বত্য অঞ্চলেই প্রাণীটি অভিযোজিত হয়েছে। প্রাণীটি রেড লেভেলের অন্তর্ভুক্ত। অর্থাৎ অতিবিরল প্রাণী-তালিকার অন্তর্ভুক্ত। এ জঙ্গলে মোট কত তাকিন আছে তা আপাতত অজানাই বন আধিকারিকদের।