অর্থনীতিকে চাঙ্গা করতে ব্রিটেনে মহাকাশ বন্দর

অর্থনীতিকে চাঙ্গা করতে ব্রিটেনে মহাকাশ বন্দর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ ডিসেম্বর, ২০২১

টানা দু’বছর ধরে ব্রিটেনের অর্থনীতিতে শুধুই মন্দা! কোভিড এবং লকডাউনের ধাক্কায়, পরবর্তী সময়ে যা আরও প্রকট। গ্রিনহাউস গ্যাসের নির্গমন দ্রুত কমানোর লক্ষ্যে ইংল্যান্ড, স্কটল্যান্ডে তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্পও বিপর্যয়ের মুখে। গত দু’বছরে বেকার হয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আপাতত ব্রিটেনের ভরসা হয়েছে রকেট উৎক্ষেপণ, মহাকাশ গবেষণা, মহাকাশ ভ্রমণ! আগামী বছর ব্রিটেনের মাটি থেকে প্রথমবার উপগ্রহ উৎক্ষেপণ হচ্ছে। একইসঙ্গে মহাকাশ গবেষণা ও মহাকাশে ভ্রমণের জন্যও তৈরি করার চেষ্টা হচ্ছে নতুন নতুন ক্ষেত্র। যেমন ইংল্যান্ড, স্কটল্যান্ডের বেশ কয়েকটি জায়গায় মহাকাশ বন্দর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ব্রিটেনের কয়েকটি দ্বীপেও মহাকাশ বন্দর তৈরি হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। আর এই বন্দরগুলো যাতে পরিবেশবান্ধব হয় সেই দিকে সরকারের নজর সবার আগে কারণ একাধিক বন্দর তৈরির পর তাদের কার্যকলাপে যাতে বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে না যায় সেটা রক্ষা করা হবে জানিয়েছে সরকার।