অস্ট্রেলিয়ায় মশা মারার অভিনব উদ্যোগ

অস্ট্রেলিয়ায় মশা মারার অভিনব উদ্যোগ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ জানুয়ারী, ২০২২

সিডনি শহরে মশার সংখ্যা কমিয়ে আনার এক অভিনব বৈজ্ঞানিক প্রক্রিয়ার আশ্রয় নিলেন জেমস কুক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের পর্যবেক্ষণ এডিস আজেপ্টাই নামের মশাই আসল খলনায়ক যাদের কামড়ে ডেঙ্গু, চিকনগুনিয়া, জিকার মত অসুখের সৃষ্টি হয়। কিন্তু যারা কামড়ায়, তারা হল স্ত্রী এডিস মশা। বিজ্ঞানীদের আরও পর্যবেক্ষণ পুরুষ এডিস মশার সঙ্গে স্ত্রী এডিস মশার মিলনে যে ডিমের সৃষ্টি হয় তার মধ্যে অধিকাংশ জন্মায় স্ত্রী এডিস মশা। আর ডিম দেওয়ার আগেই স্ত্রী এডিস মশা কামড়ায়। তাই মশার সংখ্যা কমাতে হলে ডিম্বাণুর সংখ্যা কমাতে হবে। তাই কৃত্রিম উপায়ে পুরুষ মশাকে বন্ধ্যা করে দেওয়া হয়েছে। যাতে স্ত্রী এডিস মশার সঙ্গে মিলনে ডিম না হয়। পরীক্ষামূলকভাবে কুইন্সল্যান্ডে বন্ধ্যা পুরুষ মশা ছেড়ে দিয়ে বিজ্ঞানীরা দেখেছেন তিন মাসের মধ্যে ওখানে প্রায় ৮০ শতাংশ মশা কমে গিয়েছে! এই সফল গবেষণায় আর্থিক অনুদান দিয়েছে গুগুল অ্যালফাবেট। এখন বিজ্ঞানীদের কাজ পুরুষ এডিস মশাকে আলাদাভাবে শনাক্ত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 11 =