অস্তিত্বের সঙ্কটে চেন্নাই, মুম্বাই

অস্তিত্বের সঙ্কটে চেন্নাই, মুম্বাই

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ আগষ্ট, ২০২১
Default Alt Text

পরিবর্তন নিয়ে অন্তর্দেশীয় গোষ্ঠীর (আইপিসিসি) সাম্প্রতিকতম রিপোর্ট বলছে, সমুদ্রের জলের তাপমাত্রা বাড়ায় জলোচ্ছ্বাসে মুম্বই, চেন্নাই, কোচি, তুতিকোরিন, বিশাখাপত্তনম সহ দেশের উপকূলবর্তী ১২ টি শহর গভীর সঙ্কটের মুখে। চলতি শতকের শেষেই ওই শহরগুলির অস্তিত্বই সঙ্কটে পড়বে। ওই শহরগুলির প্রধানত পশ্চিম, দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ ভারতের। পূর্ব ভারতের পারাদ্বীপও এই তালিকায় রয়েছে। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে ইতিমধ্যেই সুন্দরবন সংলগ্ন ঘোড়ামারা দ্বীপের অধিকাংশ এলাকা জলের তলায় চলে গিয়েছে। সাগরদ্বীপ সহ আরও কয়েকটি দ্বীপও সঙ্কটের সম্মুখীন। আইপিসিসি তাদের আগের রিপোর্টে সুন্দরবনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সোমবার প্রকাশিত সাম্প্রতিকতম রিপোর্টে আইপিসিসি বলেছে, এখনই সতর্ক না হলে ওই ১২টি শহরের ভবিষৎ অন্ধকারে।