অ্যান্টার্কটিকাতেও কোভিড!

অ্যান্টার্কটিকাতেও কোভিড!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ জানুয়ারী, ২০২২

অ্যান্টার্কটিকাতেও কোভিডের আক্রমণ! গত ১৪ ডিসেম্বর বেলজিয়ামের একটি সায়েন্টিফিক রিসার্চ স্টেশন, প্রিন্সেস এলিজাবেথ পোলার স্টেশনে ২৫ জন কর্মীর ১৬ জন আক্রান্ত হয়েছেন কোভিডে! যদিও পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত এই অঞ্চলে থাকা প্রত্যেক কর্মী ওখানে কাজে যাওয়ার আগে টিকার দু’টো ডোজ নিয়েছিলেন। প্রোজেক্ট ম্যানেজার জোসেফ চিক বলেছেন, “পরিস্থিতি সাংঘাতিক হয়নি এখনও। কারণ, সংক্রমণ তীব্র হয়নি। কিন্তু উদ্বেগ একটা থেকে যাচ্ছে।” স্টেশনের অন্যান্য কর্মীদের ছুটি দিয়ে দিতে চেয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু ছুটিকে প্রত্যাখ্যান করে বাকিরাও কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। বাইরে থেকে ওখানে কর্মীদের যাওয়া নিষিদ্ধ হয়েছে। গত বছর এই পোলার স্টেশনেই একজন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। প্রিন্সেস এলিজাবেথ পোলার স্টেশন ২০০৯-এ স্থাপিত হয়েছে।