আকাশে গ্রহ-তারাদের মিছিল

আকাশে গ্রহ-তারাদের মিছিল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ ডিসেম্বর, ২০২১

আকাশে নানা রঙের খেলা দেখার অভ্যাস সবার আছে। মেঘমুক্ত রাতের আকাশে তারাদের মেলাও সবার দেখা‌। কিন্তু আকাশে গ্রহ-তারাদের মিছিল দেখা হয়নি অনেকেরই। সেই স্বপ্নের ছবি দেখতে পাবেন আকাশজুড়ে। গ্রহ-তারাদের মেলা বললেই সবটা বলা হয় না। আকাশে এই মিছিলের মধ্যমণি চাঁদ।
চাঁদকে মাঝে রেখে একের পর এক গ্রহ-তারাদের মিছিল
চাঁদকে মাঝে রেখে একের পর এক গ্রহ-তারা মিছিল করল মহাকাশে। রবিবার রাতের আকাশে দেখা গেল মোহময়ী সেই দৃশ্য। রবিবার রাতের মহাকাশ একেবারে অন্য চেহারায় ধরা দিল।
রবিবার তাই কোনও বাধা ছিলনা আকাশে মিছিল দেখার। শীতের রাতের আকাশ সাধারণত মেঘমুক্ত থাকে। সম্প্রতি ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বিগত ক-দিন ধরেই আকাশ মেঘে ঢাকা ছিল। তবে শুক্রবার থেকে দিনে রোদের প্রকাশ ঘটেছে। রাতের আকাশও মেঘমুক্ত উজ্জ্বল। উজ্জ্বল সেই আকাশে চন্দ্র-সূর্য-গ্রহ-তারাদের ঝলসানি দেখতে রবিবার তাই কোনও বাধা ছিলনা।
একের পর এক উজ্জ্বল আলোর বিন্দুর মিছিল আকাশে রবিবার চাঁদকে মাঝখানে রেখে মহাকাশে গ্রহ-তারারা মিছিল করল। একের পর এক উজ্জ্বল আলোর বিন্দু সরে সরে গেল আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। চাঁদ যেমন উজ্জ্বল ছিল, তেমনই উজ্জ্বল সেই আলোর ছটায় নতুন রূপে ধরা দিল তারারা।