আগুনই নেভাবে আগুন, নয়া আবিষ্কার!

আগুনই নেভাবে আগুন, নয়া আবিষ্কার!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ জানুয়ারী, ২০২২

গবেষকরা তৈরি করলেন এক নতুন অগ্নিনির্বাপক। আগুন নেভাতে যে যন্ত্রের জল বা অন্য কোনও রাসয়নিক পদার্থের প্রয়োজন হবে না। আগুনের সহায়তায় নেভানো হবে আগুন! অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সিলিকন, সোডিয়াম-সহ বেশ কিছু ধাতু ও ধাতব অক্সাইডের মিশ্রণ দিয়ে তৈরি হয়েছে এই অগ্নিনির্বাপক যন্ত্রটি। মিশ্রণটি আসলে দাহ্য এক বিশেষ ধরণের পাউডার। তাপমাত্রা ৩৫০ ডিগ্রিতে পৌঁছলেই (আগুন লাগার পর তাপমাত্রা সেখানেই পৌঁছয়) দাহ্য ওই পাউডার জ্বলতে থাকে এবং তারপর গলে গিয়ে সৃষ্টি করে স্বচ্ছ এক ধরণের তরল। সেটা ধীরে ধীরে জমাট বেঁধে কাচের মত একটা আস্তরণ তৈরি করে জ্বলতে থাকা পদার্থের ওপর। তারপর অক্সিজেনের অভাবে নিভে যায় আগুন। অষ্ট্রেলিয়ার সাদার্ণ কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই অগ্নিনির্বাপক যন্ত্র তৈরি করে পরীক্ষামূলক ট্রায়ালে সফলও হয়েছেন। এত বছর ধরে ইস্পাত ও প্লাস্টিকের তৈরি সামগ্রীতে যে অগ্নিপ্রতিরোধক কোটিং ব্যবহার করা হচ্ছে সেটা শুধু ব্যয়বহুল নয়, বিষাক্তও। এই অভিনব আবিষ্কার সেই সমস্যার সমাধান হয়ে আসবে বলে বিশ্বাস গবেষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + fifteen =