আন্তর্জাতিক পুরষ্কার বাঙালি মেয়ের

আন্তর্জাতিক পুরষ্কার বাঙালি মেয়ের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ ডিসেম্বর, ২০২১

বর্ধমানের মেমারির ছাত্রী। নাম দিগন্তিকা বসু। মালয়েশিয়ার কুয়ালা লামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইনভেনশন অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতার পদার্থবিদ্যা ও ইঞ্জিনিয়ারিং বিভাগে উদ্ভাবনী এক আবিষ্কারে পৃথিবীর ১৭টি দেশকে পেছনে ফেলে তৃতীয় পুরষ্কার, অর্থাৎ ব্রোঞ্জ জিতে নিয়েছে। দিগন্তিকা এমন এক ড্রিল মেশিন বানিয়েছে যা দিয়ে ধুলো কণা সংগ্রহ করা যায়! এই মেশিন আবিষ্কারেই দিগন্তিকার ব্রোঞ্জজয়! এর আগেও দিগন্তিকা উদ্ভাবনী ক্ষমতায় পুরষ্কার অর্জন করেছিল। একরকমের অভিনব মাস্ক তৈরি করেছিল সে। তারপর এমন এক যন্ত্রাংশ দিগন্তিকা তৈরি করল যা ব্যবহার করলে দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকলেও কানে ব্যথা হবে না। তাতেও ডাঃ এপিজে আবদুল কালাম ইউনাইটেড মাইন্ড চিল্ডড্রেন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন পুরষ্কার পেয়েছিল দিগন্তিকা। মালয়েশিয়ায়, ২৮ নভেম্বর প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে দিগন্তিকাকে তৃতীয় বলে ঘোষণা করা হয়।