এলন মাস্ক, জেফ বেজোসের পর এবার জাপানি কোটিপতি মায়েজাওয়া উড়লেন মহাকাশে। বুধবার ৪৬ বছর বয়সী এই জাপানি ব্যবসায়ী একটি স্পেস ফ্লাইটে চেপে উড়ে গেলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে। ৬ ঘন্টা লাগবে তাদের পৌঁছতে। জানা গিয়েছে এটা তার ট্রায়াল-রান। ২০২৩-এ এলন মাস্কের স্পেস-এক্সে চেপে চাঁদে যাবেন, এই সফর তারই প্রস্তুতি। একটি রুশ সোয়ুজ মহাকাশযানে চেপে যাওয়া এই জাপানি ফ্যাশন ব্যবসায়ীর ১২ দিনের এই সফরে সঙ্গে রয়েছেন তার সহকারী ইওজো হিরানো এবং রুশ মহাকাশচারী আলেকজান্ডার মিশুরকিন। মায়েজাওয়া প্রথম জাপানি ‘প্রাইভেট’ মহাকাশচারী হলেন যিনি আইএসএস-এ গেলেন। ২০২৩-এ স্পেস এক্সের চাঁদ সফরেও তিনিই হবেন প্রথম ‘প্রাইভেট’ যাত্রী। কোটিপতিদের মহাকাশে ভ্রমণ জেফ বেজোসের সংস্থা শুরু করছে মায়েজাওয়াকে চাঁদে নিয়ে গিয়ে। মায়েজাওয়া চেষ্টা করছেন ইতিমধ্যে আরও আটজনকে তার সঙ্গে মহাকাশে বেড়াতে নিয়ে যাওয়ার।