প্রায় তিন দশক পর পৃথিবী জুড়ে আবার দাপট মারাত্মক যৌনরোগ সিফিলিসের। গত তিন দশকে এই রোগ কিছুটা হলেও থমকে ছিল। যে ব্যাকটিরিয়ার সংক্রমণে এই অসুখ আক্রমণ করে মানুষকে তার দু’টি নতুন বংশ আবার দাপিয়ে বেড়াচ্ছে বিশ্ব জুড়ে। আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা নেচার মাইক্রোবায়োলজিতে প্রকাশিত একটি গবেষণা থেকে জানা গিয়েছে উদ্বেগজনক এই খবর। ৩৩টি দেশের সিফিলিস রোগীদের জিনোম পরীক্ষা করা হয়েছে গবেষণায়। গবেষণাটি করেছে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন। তাদের সঙ্গে গ্রেট বৃটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি এবং আরও কয়েকটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা। গবেষকরা জানিয়েছেন সিফিলিস দূরারোগ্য না হলেও অনেক সময় কোনও উপসর্গও দেখা যায় না রোগীর শরীরে। রোগী বুঝতেই পারেন না যে তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন। অনেক দেরিতে বুঝতে পেরে রোগী যখন চিকিৎসকের কাছে যান, ততদিনে সিফিলিস গুরুতর আকার ধারণ করে ফেলেছে। সেখান থেকে রোগী আক্রান্ত হয় নানারকমের জটিল রোগের। যা রোগীর সারাজীবনের সঙ্গী হয়ে থাকে। গবেষকরা জানিয়েছেন, আট এবং নয়ের দশকে সিফিলিসের আক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। কিন্তু ২০১০-এর পর থেকে সিফিলিস সংক্রমণের হার ৩০০ শতাংশ বেড়ে গিয়েছে!