ইজরায়েলের উত্তরে হঠাৎ বার্ড-ফ্লু। আর এই মহামারীতে মারা গিয়েছে পাঁচ হাজার পরিযায়ী সারস পাখি! বার্ড ফ্লু-এর আতঙ্কে দেশ জুড়ে চলছে মুরগি নিধন! দেশের ওয়াইল্ড লাইফের ইতিহাসে এত ভয়ঙ্কর ঘটনা আগে ঘটেনি বলে জানানো হয়েছে। দেশের পার্ক আর জাতীয় প্রাকৃতিক সংস্থাগুলোর সঙ্গে যুক্ত এক বিজ্ঞানী উরি নাভে জানিয়েছেন পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। প্রচুর পাখি সমুদ্রের জলেই মরে পড়ে রয়েছে। তাদের জল থেকে তোলার কঠিন কাজটা এখন চলছে। দেশের মহিলা কৃষিমন্ত্রী ডাফনা ইউরিস্তা জানিয়েছেন, অন্তত আধ মিলিয়ন মুরগিকে মেরে ফেলা হয়েছে ইতিমধ্যে যাতে সংক্রমণ না ছড়ায়। প্রত্যেক বছর ইজরায়েলের ওপর দিয়ে অন্তত পাঁচ লক্ষ পরিযায়ী সারস পাখি আফ্রিকার দিকে যায়। তার মধ্যে ইজরায়েলে থেকে যায় সাধারণত ৩০ হাজার সারস পাখি। দশ দিন আগে এই পাখিদের অসুস্থ হতে দেখা গিয়েছিল। কিন্তু তারপর এত দ্রুত মৃত্যুর মিছিল শুরু হয়ে যাবে ভাবতে পারেনি সরকার।