
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এমন একটি প্রযুক্তির দিকে যেতে চলেছে যা ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানের গবেষণায় সহায়ক হবে এবং মহাকাশের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পারবে। মহাকাশ গবেষণায় স্পেসপ্রোব গুলি পাঠানোর পর যে জাঙ্ক মহাকাশে ছেড়ে আসে তা মহাকাশের স্বাভাবিক পরিবেশকে দূষিত করে। কেননা ঐ জাঙ্ক গুলিকে ফিরিয়ে আনা যায় না। এবং স্পেস প্রোব ধাতব পদার্থে গঠিত হওয়ার কারণে সমুদ্রে ফেলে নষ্ট করলেও পৃথিবীর পরিবেশ বিঘ্নিত হয়।
তাই ইসরো আন্তঃনাক্ষত্রিক লক্ষ্যের দিকে অগ্রসর হতে চলেছে। ইসরর পরিকল্পনা আত্ম-ধ্বংসী মহাকাশযান প্রস্তুত করা। ইসরোর চেয়ারম্যান কে সিভান জানান, ইসরোর পরবর্তী পরিকল্পনাগুলির একটি হলো এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করা যার ফলে মহাকাশে রয়ে যাওয়া বাতিল রকেট বা স্পেস জাঙ্কগুলি নিজেই নিজেদের ধ্বংস করে ফেলবে। উল্লেখ্য ইসরো এই মুহুর্তে ৪৬টি বিষ্ময়কর প্রযুক্তির ডেভেলপমেন্টের জন্যে কাজ করছে।