উত্তরাখণ্ডে জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র

উত্তরাখণ্ডে জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ অক্টোবর, ২০২১

স্টারস্কেপস এক্সপেরিয়েন্স প্রাইভেট লিমিটেড- সংক্ষেপে স্টারস্কেপস। ভারতের একমাত্র মহাকাশ পর্যবেক্ষণ চেন। রামাশিষ রায় প্রতিষ্ঠা করেন ২০১৫ সালে। প্রতিষ্ঠিত হবার পর সাধারণ পর্যটকের জন্যে দ্বিতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র খুলছে। প্রথম পর্যবেক্ষণ কেন্দ্রটি কাউসানি তে অবস্থিত। নতুন পর্যবেক্ষণ কেন্দ্রটি অবস্থিত উত্তরাখণ্ডের ভিমতালে। নাম দেওয়া হয়েছে- স্টারগেট অবজারভেটরি ভিমতাল। দিন ও রাত দুই সময়েই সাধারণের জন্যে দরজা খোলা পর্যবেক্ষণের। রাত্রে অডিও ভিজুয়াল শো এর ব্যবস্থা। জ্যোতির্বিজ্ঞানে আগ্রহীদের জন্যে জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত বাণিজ্যিক বিপননীও থাকবে কেন্দ্রের একটি কক্ষে। প্রদর্শনীর পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান নিয়ে দেওয়া হবে প্রশিক্ষণও। স্টারস্কেপস এর সি ই ও পল সাভিও বলেছেন, কাউসানি তে প্রথম কেন্দ্রটিতে ব্যপক সাড়া পাওয়ার পরই তাঁরা উদ্যোগী হয়েছিলেন দ্বিতীয় কেন্দ্র স্থাপনের জন্যে। ভিমতালের কেন্দ্রটি নৌকুছিতাল মেন রোডের কাছেই অবস্থিত। দিল্লি থেকে মাত্র সাত কিমি দূরত্বে অবস্থিত এই কেন্দ্রটি জেলার মূল পর্যটন ক্ষেত্রগুলির মধ্যেই পড়ে। ফলে পর্যটকরা সহজেই যেতে পারবেন।