উদ্ধার ৯০০ বছরের পুরনো তরবারি

উদ্ধার ৯০০ বছরের পুরনো তরবারি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ অক্টোবর, ২০২১

ইসরায়েলের উত্তরে, ভূমধ্যসাগরের উপকূলে এক স্কুবা ডাইভার সমুদ্রে নেমেছিলেন। স্থল থেকে তিনি জলে গিয়েছিলেন ১৫০ মিটারের কাছাকাছি। বেশি গভীরেও যাননি, ৫.৫ মিটার মাত্র। তাতেই জলের তলায় তার হাতে উঠে এল ৯০০ বছরের এক প্রাচীন তরবারি! প্রত্নতত্ববিদরা সাধারণত বলে থাকেন ইসরায়েলের উত্তরে, ভূমধ্যসাগরের উপকূলের ওই অঞ্চল জুড়ে রয়েছে নানারকমের প্রত্নতাত্বিক উপাদানের খনি। যাদের গড় বয়স ৪ হাজার বছরের কাছাকাছি। স্কুবা ডাইভারের নাম শোমি কাতজিন। তাকে ইসরায়েলের পুরাতত্ব সংস্থার তরফ থেকে ভাল কাজটির জন্য একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। কাতজিন জলের তলায় এক মিটার লম্বা তরবারিটির সঙ্গে আরও কিছু প্রাচীন জিনিস দেখেছিলেন (যেমন মাটির পাত্র)। কিন্তু তিনি তরবারিটি নিয়ে উঠে আসেন জল থেকে এবং সঙ্গে সঙ্গে দেশের সমস্ত পুরাতাত্বিক জিনিস দেখভালের দায়িত্বে থাকা সংস্থার সঙ্গে যোগাযোগকরে তরবারিটি তাদের হাতে তুলে দেন। সংস্থার প্রধান, নির দিয়েসফিল্ড বলেছেন, “৯০০, হাজার বছর আগে ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূল জুড়ে জলদস্যুদের আনাগোনা ছিল। এই তরবারি তারই একটা নিদর্শন হতে পারে। বিশ্লেষণ করার পর সত্যিটা জানা যাবে।”