উষ্ণায়নে বিপত্তি ফসলের

উষ্ণায়নে বিপত্তি ফসলের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ আগষ্ট, ২০২১

বিশ্ব জুড়ে গরম বাড়ছে। তাতে মরছে শুধু মানুষ বা প্রকৃতি নয়, ফসলও! সাম্প্রতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে যেখানে আবহাওয়ার দূষণে বিশ্ব জুড়ে ফসলও অসুস্থ হয়ে পড়ছে! ইংল্যান্ডের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের বায়ো-সায়েন্স বিভাগের একজন গবেষক ড্যানিয়েল পি বেবারের কথায়, “ফসলও বিভিন্ন রোগজীবাণুর দ্বারা আক্রান্ত হয়। যেমন, ভারতের নাগাল্যান্ডে সম্প্রতি চালে দেখা গিয়েছে পচন, কেরলে নারকেলের মধ্যে দেখা গিয়েছে তাজা ভাব নেই। একইসঙ্গে কর্ণাটকেও আমে ধরা পড়েছে পচন। কিন্তু আমাদের গবেষণা থেকে বোঝা যাচ্ছে, ক্রমবর্ধমান উষ্ণায়নের সঙ্গে সঙ্গে ফসলেও রোগজীবাণূ বাড়ছে।”
বিজ্ঞানীরা বলছেন, ফসলের বৃদ্ধিতে কিন্তু কীট বা জীবাণুরও প্রয়োজন আছে। এবং এটাই চিরকালীন। কীট আর জীবাণুও প্রত্যেকটি ফসলকে আলাদা আলাদা সময়ে, ফলনের সময় আক্রমণ করে। কিন্তু সেটা আদর্শ একটা আবহাওয়ায়। যেটা বদলে যাছে। যে কারণে, ফসল ফলার সময় তাকে যে ধরণের কীট, জীবাণু আক্রমণ করছে সেটা বিজ্ঞানীদের মতে ফসলের সঠিক বৃদ্ধিকে থামিয়ে দিচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে ফসলও।