উষ্ণায়নে শীত উধাও আমেরিকায়

উষ্ণায়নে শীত উধাও আমেরিকায়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৬ জানুয়ারী, ২০২২

বিশ্ব উষ্ণায়নের প্রতিফলন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শীত উধাও হয়ে গিয়েছে। গবেষকরা দেখেছেন সাতের দশকেও আমেরিকায় ডিসেম্বরে যে পরিমাণ ঠাণ্ডা পড়ত তার অর্ধেকও পড়ছে না বর্তমানে। আর ঠাণ্ডার প্রকোপ কমে যাওয়া শুধু আমেরিকার দু’একটি প্রদেশে নয়, ৪৯টি প্রদেশের মধ্যে ৩৮টি প্রদেশেই উল্লেখযোগ্যভাবে বেড়েছে তাপমাত্রা। গত শতাব্দীর নয়ের দশকে শীতকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে যে গড় তাপমাত্রা থাকত তা গত দু’দশকে কোথাও বেড়েছে ১০ ডিগ্রি ফারেনহাইট, কোথাও ১২ ডিগ্রি ফারেনহাইট! ক্লাইমেট সেন্ট্রালের সমীক্ষায় জানা গিয়েছে আমেরিকার বিভিন্ন প্রদেশে শীতের দাপট সবচেয়ে কমেছে ডিসেম্বরে। ২০২১-এ-ও এর ব্যতিক্রম হয়নি। গত ডিসেম্বরে নিউ ইয়র্কের গড় তাপমাত্রা ছিল ৪৩.৮ ডিগ্রি ফারেনহাইট।