এক মাস পর খুলছে হাবল টেলিস্কোপ

এক মাস পর খুলছে হাবল টেলিস্কোপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ নভেম্বর, ২০২১

আংশিকভাবে ঠিক হল নাসার হাবল টেলিস্কোপ। গত একমাস ধরে টেলিস্কোপ খারাপ ছিল। বন্ধ হয়ে ছিল মহাকাশ সংক্রান্ত সমস্তরকমের কাজকর্ম। একমাস পর টেলিস্কোপের সেকেন্ড ইনস্ট্রুমেন্ট আংশিকভাবে সারানো হয়েছে। তাই টেলিস্কোপের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। ২৫ অক্টোবর থেকে সেফ মোডে রেখা ছিল টেলিস্কোপকে। তাই বন্ধ ছিল সমস্তরকমের কাজকর্ম। মার্কিন স্পেস এজেন্সি এবং ইউরোপীয় স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে ১৯৯০-এ চালু হয়েছিল এই টেলিস্কোপ। মহাকাশের বিস্তীর্ণ অংশ ভালভাবে পর্যবেক্ষণ করার জন্য নাসার অন্যতম অস্ত্র এই হাবল টেলিস্কোপ। দীর্ঘদিন ধরে বিস্ময়কর ছবি এই টেলিস্কোপ পাঠিয়েছে নাসাকে। জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন হাবল টেলিস্কোপের সবচেয়ে বেশি ব্যবহৃত অংশ হল ওয়াইড ফিল্ড ক্যামেরা-৩। আর গত অক্টোবর মাসে এই যন্ত্রাংশই খারাপ হয়েছিল। এখন সেই যন্ত্রাংশ ঠিক করে ৩০ বছরের পুরনো এই টেলিস্কোপকে আগের জায়গায় ফিরিয়ে আনাই কাজ নাসার ইঞ্জিনিয়ারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 10 =