এবার আরব আমিরশাহীর উপগ্রহ গ্রহাণুতে!

এবার আরব আমিরশাহীর উপগ্রহ গ্রহাণুতে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ অক্টোবর, ২০২১

চাঁদে নয় বা অন্য কোনও গ্রহেও নয়, মঙ্গল আর বৃহস্পতির মাঝে যে গ্রহাণু সৌরকক্ষে ঘুরছে সেখানে উপগ্রহ পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী! ২০২৮-এ তাদের উপগ্রহের ওই গ্রহাণুতে পা রাখবে উপগ্রহটি। ২০৩৩ পর্যন্ত তাকে প্রদক্ষিণ করার কথা উপগ্রহটির। আরব আমিরশাহীর সরকারের তরফে জানানো হয়েছে, সর্বশেষ এই প্রোজেক্ট মূল উদ্দেশ্য বিশ্বব্রক্ষ্মাণ্ডের উৎস সম্পর্কে জ্ঞান অর্জন করা! পাঁচ বছর ধরে ওই গ্রহাণুকে প্রদক্ষিণ করতে উপগ্রহটি ট্র্যাভেল করবে ৩.৬ বিলিয়ন কিলোমিটার! আরব আমিরশাহী স্পেস এজেন্সির সঙ্গে যৌথভাবে এই প্রোজেক্টে রয়েছেন কলোরেডো বিশ্ববিদ্যালয়ের অ্যাটমোস্ফিয়ারিক সায়েন্স ও ফিজিক্সের বিজ্ঞানীরা। তবে এই প্রোজেক্টে কত খরছ হচ্ছে সেই নিয়ে কোনও পক্ষই মুখ খুলতে চায়নি।
আরব আমিরশাহীর স্পেস এজেন্সি আরও একটি অভিনব পরিকল্পনা নিয়েছে। ২১১৭ সালে মঙ্গলে মানুষের উপনিবেশ তৈরি করতে চায় তারা! তার আগে ২০২৪-এ চাঁদে তাদের উপগ্রহ পাঠাবে আরব আমিরশাহী।