এবার যক্ষারও ভ্যাকসিন!

এবার যক্ষারও ভ্যাকসিন!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ আগষ্ট, ২০২১

মাইকোব্যাকটিরিয়াম টিউবারকিউলোসিস। যক্ষার জীবাণুর নাম। প্রত্যেক বছর বিশ্ব জুড়ে এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ লক্ষেরও বেশি মানুষ! তথ্য জানাচ্ছে, বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষ এই মারণ রোগে আক্রান্ত। এর বিরুদ্ধে লড়াইও চলছে। বিজ্ঞানীরাও হাল ছাড়ছেন না। চলছে প্রতিষেধক তৈরির গবেষণাও। এই অবস্থায়, পার্ডু এবং হাউস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি ভ্যাকসিন তৈরি করছেন। পরীক্ষামূলকভাবে সেই ভ্যাকসিনের প্রয়োগও হচ্ছে। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, এই ভ্যাকসিন শিশুদের ক্ষেত্রে ৮০ শতাংশ কার্যকরী। কিন্তু বড়দের ক্ষেত্রে ভ্যাকসিন প্রয়োগ করেও এখনও পর্যন্ত যক্ষার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যাচ্ছে না। আর মস্তিকে এই মারণ রোগের জীবাণু ঢুকে পড়লে সেখান থেকে সেগুলিকছ বার করতে পারছে না এই ভ্যাকসিন। তবু, বিজ্ঞানীরা আশাবাদী। তাদের বক্তব্য, এই ভ্যাকসিনেই একদিন কাজ হবে।