এসে গেল কি তৃতীয় ঢেউ

এসে গেল কি তৃতীয় ঢেউ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ আগষ্ট, ২০২১

এসে গেল কি করোনার তৃতীয় ঢেউ! সারা দেশে করোনার সংক্রমণ গত দুই দিনের তুলনায় বুধবার অনেকটাই বেড়েছে। বেড়েছে মৃতের সংখ্যাও। মঙ্গলবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ২৫ হাজারের কিছু বেশি মানুষ। বুধবার তা একলাফে ছুঁয়ে ফেলেছে ৩৭ হাজারের গন্ডি। ২৪ ঘণ্টায় করোনার সক্রিয়তা বৃদ্ধির হার শতকরা ৫০ ভাগ। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। দেড় বছরের অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ৭৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৮ জনের, কেরলে ১৭৩ জনের এবং ওড়িশায় ৬৭ জনের। এই তিনটি রাজ্যেই দৈনিক মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি। আক্রান্তের সংখ্যায় সব থেকে এগিয়ে কেরল। তারপরে মহারাষ্ট্র। দৈনিক আক্রান্তের নিরিখে এগিয়ে থাকা রাজ্যগুলি হল তামিলনাড়ু, কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ।‌