ওমিক্রন সংক্রমণ ধরতে গলার লালারস

ওমিক্রন সংক্রমণ ধরতে গলার লালারস

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ জানুয়ারী, ২০২২

নাক নয়, ওমিক্রনের সংক্রমণ ধরতে হলে গলার লালারসের প্রয়োজন, জানিয়েছে সাম্প্রতিক এক গবেষণা। আমেরিকার হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের বিশেষজ্ঞ চিকিৎসক মিশেল মিনা বলেছেন, “সংক্রমিত হওয়ার দু’চার দিন পর নাক থেকে নমুনা নিয়ে র্যারপিড অ্যান্টিজেন পরীক্ষা হলে দেখা যাচ্ছে ওমিক্রনের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। কিন্তু গলা থেকে নমুনাটা নিলে ওমিক্রনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। তাই ওমিক্রনের ক্ষেত্রে করোনার আগের ভ্যারিয়ান্টগুলোর মত শুধু নাক নয়, গলা থেকে নমুনাই বেশি প্রয়োজনীয় হয়ে পড়ছে।” তবে একইসঙ্গে এ-ও বলা হয়েছে যে, গলা থেকে লালারস নেওয়া কঠিন। দক্ষ স্বাস্থ্য কর্মী ছাড়া গলা থেকে নমুনা নেওয়া কঠিন। সাম্প্রতিক গবেষণাটি চালানো হয়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও সান ফ্রান্সিসকো শহরের এমন ৩০ জনের ওপর যারা কোভিডের টিকার সব কটি ডোজের পরেও ওমিক্রনে ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 4 =