করোনা রোগী যেখানে শূন্য

করোনা রোগী যেখানে শূন্য

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ আগষ্ট, ২০২১

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী ধরা পড়েছিল চিনে।
সেখান থেকেই এই অতিমারী সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল অতিমারি হিসেবে। সেই চিন নিজেদের করোনা শূন্য বলে ঘোষণা করল মঙ্গলবার। করোনারি ডেল্টা প্রজাতির হানায় বিশ্বের অধিকাংশ দেশ ফের কাবু হয়ে পড়েছে। চিনেও হানা দিয়েছিল এই অতি সংক্রামক করোনারি জীবাণুটি। কিন্তু কড়া হাতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলায় করোনার দেশে কড়া বাধার মুখোমুখি করোনা। চিনের স্বাস্থ্য কমিশন মঙ্গলবার জানাল, ২৩ আগস্ট অর্থাৎ সোমবার গোটা চিনে একজনও নতুন করোনা রোগী খুঁজে পাওয়া যায়নি।
কী ভাবে কী ভাবে এটা সম্ভব হল?
ডেল্টা সংক্রমণ ছড়ানো মাত্রই ছোট ছোট কন্টেনমেন্ট জোন তৈরি করেছে চিন। এক কোটি মানুষকে কোভিড পরীক্ষা হয়। সংক্রমিতদের খুঁজে বের করার প্রক্রিয়া। সেই সঙ্গে বাড়ি থেকে না বের হওয়ার নির্দেশ জারি হয়‌। তারা ফল পেয়েছে চিন।