কলোরেডোয় ভয়াবহ দাবানল

কলোরেডোয় ভয়াবহ দাবানল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ জানুয়ারী, ২০২২

কলোরেডোর ডেনভার আর বোল্ডারের মধ্যে বিশাল তৃণভূমি অঞ্চলে ভয়াবহ দাবানলে ভস্মীভূত হয়ে গেল চারপাশে থাকা এক হাজারেরও বেশি ঘর! গত বৃহস্পতিবার শুরু হয়েছিল দাবানল। ২০০ জন দমকলকর্মীদের অবিশ্বাস্য লড়াইয়ে সেই দাবানল থেমেছে মঙ্গলবার। বোল্ডার থেকে ডেনভারের উত্তর-পশ্চিমে প্রায় ২৫ কিলোমিটার বিশাল তৃণভূমি অঞ্চল জুড়ে চলা দাবানলে চারপাশে থাকা এক হাজারেরও বেশি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত হওয়া তদন্তে দাবানলের উৎস খুঁজে পাওয়া যায়নি। তবে গত সপ্তাহ জুড়ে কলোরেডোর ওপর দিয়ে চলা প্রবল ঝড়কে দায়ী করা হচ্ছে আগুন ছড়ানোর জন্য। বোল্ডার কাউন্টির দমকলকর্মীদের দায়িত্বে থাকা জেমস বয়েড বলেছেন, “প্রবল ঝড়ের জন্য শুধু গ্রাসল্যান্ড নয়, একের পর এক বাড়ি, কারখানার চিমনি-সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। অন্তত দশ হাজার পরিবারকে অন্যত্র সরানো সম্ভব হয়েছে। তারপরও দু’জন ব্যক্তি এখনও পর্যন্ত নিখোঁজ। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন তারা বিস্মিত শীতের এই দাবানলে। কারণ গত মাসেই কলোরেডোয় হিমাঙ্কের নীচে চলে গিয়েছিল তাপমাত্রা। তবু গত সপ্তাহের প্রবল ঝড়ের কারণ হিসেবে বিশেষজ্ঞদের দাবি, বিশ্ব উষ্ণায়নের ফলেই আবহাওয়ার অদ্ভূত বিচরণ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eighteen =