কুকুরের মর্জি বুঝতে স্মার্ট বেল্ট

কুকুরের মর্জি বুঝতে স্মার্ট বেল্ট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ আগষ্ট, ২০২১

এবার নিজের কুকুরের মেজাজ ও মর্জি বুঝতে পারবেন তার মনিব। কীভাবে?
এর জন্য কুকুরের গলায় শুধু লাগাতে হবে একটি স্মার্ট বেল্ট। এই প্রাণীটি অনেক পরিবারের একজন সদস্য হলেও, তার ভাষা বোঝার ক্ষমতা মানুষের নেই। তাই প্রিয় কুকুরের মেজাজ-মর্জি বোঝা যায় না অনেক সময়েই। কেবল ভাবভঙ্গিতে কিছুটা আন্দাজ করা যায়। দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান কুকুরের ডাক বিশ্লেষণ করে জানতে পেরেছেন প্রাণীটির পাঁচ ধরনের আবেগের বিস্তারিত তথ্য। এ জন্য পোষা প্রাণীটির গলায় পরিয়ে দিতে হবে একটি স্মার্ট বেল্ট। এর ফলে বিশ্বস্ত এই পোষ্যটির সঙ্গে সখ্য আরও বাড়বে বলে আশা করে উদ্ভাবক প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির এক সূত্র জানান, কুকুরের কণ্ঠস্বর বিশ্লেষণ করে স্মার্ট বেল্ট এমন কিছু তথ্য দেবে, যা মানুষ বুঝতে পারবে। আর শুধু বুঝতে পারাই নয়, এ যন্ত্র দিয়ে মানুষ তার পোষা কুকুরটির সঙ্গে আরও ভালোভাবে মনের ভাব আদান-প্রদানও করতে পারবে। কুকুর ডাকতে শুরু করলে যন্ত্রটি সেই ডাক সংগ্রহ করে মূল সার্ভারে পাঠাবে। সেই আওয়াজ থেকেই বিশ্লেষণ করে বলে দেওয়া যাবে কুকুরটির মতিগতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 8 =