কোভিড-১৯ মহামারীতে মানবসভ্যতা অনেকভাবে ক্ষতিগ্রস্ত। আরও পরিষ্কারভাবে বললে ক্ষতির সঙ্গে সঙ্গে কোভিড-১৯ মানুষের আচরণেও অনেক পরিবর্তন এনে দিয়েছে। ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেরকমই এক পরিবর্তনের কথা জানাল সাম্প্রতিক গবেষণার পর। ২০২০ থেকে ২০২১-এর শুরু পর্যন্ত আমেরিকায় জন্মের হার ৪ শতাংশ কমে গিয়েছিল। গত ৫০ বছরের হিসেবে যাকে রেকর্ড বলা হচ্ছে। ২০২০-র ডিসেম্বরে জন্মের হার আগের তুলনায় কমে গিয়েছিল ৭.৭ শতাংশ! ২০২১-এর জানুয়ারিতে সেটা আরও কম আগের জানুয়ারির তুলনায়, ৯.৪ শতাংশ! একা মার্কিন যুক্তরাষ্ট্র নয়, সংস্থাটির রিপোর্ট অনুযায়ী ৩০টি দেশকে নিয়ে করা সার্ভের মধ্যে দেখা গিয়েছে ২১টি দেশেই জন্মের হার আগের তুলনায় গতবছর থেকে, কোভিড-১৯-এর দাপট শুরু হওয়ার পর থেকে লক্ষণীয়ভাবে কমে গিয়েছে। আমেরিকার সেন্সাস ব্যুরো ডেমোগ্রাফার, অ্যান মোর্সের ভাষায়, “মহামারীর বিরুদ্ধে সতর্কতার কথা ভেবেই হয়ত গতবছর দম্পতিরা সন্তানধারণ করতে চাননি।” তবে ইউএস সেন্টার ফর ডিজিস অ্যান্ড প্রিভেনশনের দেওয়া শেষ রিপোর্ট শুনিয়েছে আশার কথা যে, এ বছর থেকে ইউরোপে আবার জন্মের হার বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবশ্য ছবিটা এখনও পরিষ্কার হয়নি। ওখানে যে মহামারী আবার জাঁকিয়ে বসেছে!