কোর্টের নির্দেশে বন্ধ টেলিস্কোপ

কোর্টের নির্দেশে বন্ধ টেলিস্কোপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ সেপ্টেম্বর, ২০২১

স্পেনের লা পামার সবচেয়ে উঁচু পাহাড় মৌনা কিয়া। তার মাথায় তৈরির প্রস্তুতি শুরু হয়েছিল বিশাল এক টেলিস্কোপের। অন্যদিকে পরিবেশবিদরাও আবার আদালতে চলে গিয়েছিলেন এই কাজের বিরুদ্ধে। স্প্যানিশ আদালত সম্প্রতি তাঁদের পাশে দাড়িয়েছে। স্থগিতাদেশ দিয়েছে টেলিস্কোপ তৈরির প্রস্তুতিতে। প্রথমে টেলিস্কোপ বসানোর জায়গা ভাবা হয়েছিল অন্য একটি অঞ্চলে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এই প্রোজেক্ট ওই অঞ্চলের ধর্মীয় পবিত্রতা নষ্ট করবে। তখন পরিবর্ত জায়গা হিসেবে আটলান্টিক্সের ওপর মৌনা কিয়ার মাথায় টেলিস্কোপ বসানোর প্রস্তুতিও শুরু হয়। কিন্তু সেটাও সফল হয়নি। পরিবেশবিদদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সেখানেও টেলিস্কোপ বসানোর কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। ৩০ মিটারের বিশাল ওই টেলিস্কোপ বসানোর পর তার কাজ শুরু হলে ওই অঞ্চলের পরিবেশ বিপন্ন হবে বলে আবেদন করেছিলেন পরিবেশবিদরা। ওটা বসাতে প্রায় ৪৭ লক্ষ মার্কিন ডলার খরচ হবে।