ক্যামেরাবন্দি ব্যাঙের প্রজনন

ক্যামেরাবন্দি ব্যাঙের প্রজনন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ নভেম্বর, ২০২১

আমরা অ্যানিম্যাল প্লানেট, ন্যাশনাল জিওগ্রাফি দেখি আর ভিডিওবন্দি প্রাণী জগতের নানা কাজকর্ম দেখে বিষ্মিত হই। কোনও টা পাঁচ বছর কোনও টা পাঁচ মাসের অপেক্ষা আর অধ্যাবসায়ের ফল। মেদিনীপুরের এক কলেজ শিক্ষক সুমন প্রতিহার তাঁর ছাত্র-ছাত্রীদের নিয়ে এমনই এক ভিডিওগ্রাফি করেছেন মেদিনীপুরের জঙ্গলে। বৃষ্টি মাথায় করে ক্যামেরা তাক করে প্রাণীবিদ্যার ওই গবেষকেরা রাতের পর রাত বসে থেকেছেন গহন বনে। অপেক্ষা করেছেন তিনটি বর্ষা। অবশেষে চিত্রায়িত করেছেন ব্যাঙের প্রজননের এক দুর্লভ দৃশ্য। অ্যানিম্যাল প্লানেট, ন্যাশনাল জিওগ্রাফি থেকে তার কোনও অংশে কম নয় কিন্তু।