খরার কবলে দক্ষিণ-পশ্চিম আমেরিকা

খরার কবলে দক্ষিণ-পশ্চিম আমেরিকা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ সেপ্টেম্বর, ২০২১

বিশ্ব উষ্ণায়নের ফল, খরার কবলে দক্ষিণ-পশ্চিম আমেরিকা! গত ৩৬ বছরে এত কম বৃষ্টি হয়নি ওই অঞ্চলে। ২০২০-তে খরা শুরু হয়েছিল ক্যালিফোর্নিয়া থেকে। তারপর সেটা ছড়িয়ে পড়ে উটা, কলোরেডো, নেভাদা আর নিউ মেক্সিকোতে। নজিরবিহীন জলের অভাব। আমেরিকায় খরা নিয়ে যে সংস্থা গবেষণা করে সেই এনওএএ জানিয়েছে, বৃষ্টি না হওয়া এবং একইসঙ্গে বিধ্বংসী দাবানলের প্রভাবেও অঞ্চলগুলি খরার কবলে পড়েছে। এই খরা অনেক কিছুই নষ্ট করেছে ওই অঞ্চলগুলির। পানীয় জলের হাহাকার সৃষ্টি হয়েছে, চাষবাসের প্রবল ক্ষতি হয়েছে, হাইড্রো-পাওয়ার জেনারেশন বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে মাছ চাষ, এমনকী সমস্ত রকমের বিনোদনও ওই অঞ্চলে বহু মাস ধরে বন্ধ! প্রশাসন জানাচ্ছে, টাকার ক্ষতি হিসেব করলে, বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়ে গিয়েছে। ২০২০-র জানুয়ারি থেকে ২০২১-র অগষ্ট-একবছরের বেশি সময় ধরে আমেরিকার যে চার রাজ্য খরার কবলে পড়েছে সেই অঞ্চলের মানুষের জল পাওয়ার ভরসা কী ছিল? কলোরেডো নদী। কিন্তু বিজ্ঞানীরা জানিয়েছেন সেই নদীও পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করতে ব্যর্থ! অথচ জুলাই-অগষ্টে এই অঞ্চলে স্নো-ফল হয়, সেই বরফ গলে কলোরেডো নদীর জলের উচ্চতা বাড়ে। এবার শুধুই হাহাকার!