গগনায়ন প্রকল্পে সহযোগী হবে অস্ট্রেলিয়া

গগনায়ন প্রকল্পে সহযোগী হবে অস্ট্রেলিয়া

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ সেপ্টেম্বর, ২০২১

গগনায়ন। ভারতের প্রথম নিজস্ব মহাকাশচারী সহ মহাকাশযান প্রকল্প। মহাকাশচারী সমেত মহাকাশযান পাঠানোর উদ্যোগের সূত্রপাত ২০০৭ সালে ইসরোর হাত ধরে। ২০১৮তে এসে পরিকল্পিত হয় দেশের স্বাধীনতার ৭৫ বছরে ২০২২ সালে প্রথম গগনায়ন মিশনের স্পেস ফ্লাইটটি মহাকাশে পাঠানো হবে মহাকাশচারী ছাড়াই। এরপর ২০২৩ সালে ৩ মহাকাশচারী সহ গগনায়নের দ্বিতীয় ফ্লাইট যাবে মহাকাশে।

এবার ভারতের এই প্রকল্পে পাশে দাঁড়ানোর আশ্বাস দিল অস্ট্রেলিয়ার স্পেস এজেন্সি। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক স্পেস কনফারেন্সে গত সোমবার(১৩/৯/২০২১) অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থার সহকারী প্রধান অ্যান্টনি মার্ফেট এই সহযোগিতার কথা জানান। ইসরো প্রধান কে. শিবায়ন জানান, অস্ট্রেলিয়ার উপনিবেশ কোকোস আইসল্যান্ডে অবস্থিত গ্রাউন্ড স্পেস স্টেশন ব্যবহৃত হবে গগনায়ন মিশনে। কক্ষপথে বিচরণের সময় গ্রাউন্ড স্পেস স্টেশনকে স্বচ্ছভাবে না দেখে মহাকাশযান উপগ্রহ মারফত যাবতীয় তথ্য গ্রাউন্ড স্পেস স্টেশনে পাঠাতে পারে না। মূলত এই কাজটিই করবে কোকোস আইসল্যান্ডের স্পেস স্টেশন।

চিত্র ঋণ: ইসরো