গণিত ধাঁধার সমাধান করে পুরষ্কার ভারতীয়ের

গণিত ধাঁধার সমাধান করে পুরষ্কার ভারতীয়ের

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ ডিসেম্বর, ২০২১

২০২২-এর ৫ জানুয়ারি প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে গণিতের সবচেয়ে বড় সম্মেলন আর সেই সম্মেলনেই প্রথমবার দেওয়া হবে গণিতের এখনও পর্যন্ত সবচেয়ে সম্মাজনক অনুষ্ঠান সিপরিয়ান ফইয়াজ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রথমবার বাজিমাত করতে চলেছেন ভারতীয় বংশদ্ভোভূত নিখিল শ্রীবাস্তব। এক গাণিতিক ধাঁধা, যা গত ৬২ বছর ধরে সমাধান করা যায়নি তার সমাধান করে এই পুরষ্কার জিতেছেন নিখিল। ১৯৪০-এ কোয়ান্টাম মেকানিক্স সংক্রান্ত একটি গবেষণা করতে গিয়ে নতুন গাণিতিক সমস্যার সামনে পড়েছিলেন পল ডিরাক। তারও ১৯ বছর পর দুই মার্কিন গণিতজ্ঞ রিচার্ড কাডিসন এবং ইসাডোর সিনজার সমস্যাটি নিয়ে আবার গবেষণায় বসেছিলেন। বহু চেষ্টা করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত এই সিদ্ধান্তে তারা দুজনে আসেন যে কোনওরকম লিনিয়ার ফাংশনের মধ্যে তৈরি হওয়া এরকম সমস্যার সমাধান করা সম্ভব নয়। ওদের পরেও বহু বিজ্ঞানী এই সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু পারেননি। সেই ঐতিহাসিক জটিলতার সমাধান করেই এই পুরষ্কার জিতেছেন নিখিল। ২০১৩ সালেই সমস্যাটির সমাধান করেছিলেন নিখিল। তার সঙ্গে ছিলেন সুইৎজারল্যান্ডের গণিতজ্ঞ অ্যাডাম মার্কাস এবং মার্কিন পরিসংখ্যান বিশেষজ্ঞ ড্যানিয়েল স্পিলম্যান। তবে গত ৮ বছরে তাদের সমাধান নানা ক্ষেত্রে কাজে লাগছিল। নিখিল অবশ্য জানিয়েছেন, কৃতিত্ব তাদের নয়, বিংশ শতকের শেষ দিকে যে সমস্ত গণিত বিশেষজ্ঞরা এই সমাধানের চেষ্টা করেছেন কৃতিত্ব তাদের প্রত্যেকের প্রাপ্য। নিখিল এর আগেও আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন। ২০১৪-য় পেয়েছিলেন হেল্ড পুরষ্কার। গতবছর পেয়েছিলেন জর্জ পুলিয়া পুরষ্কার।