গর্ভাশয়ে নয়, ভ্রুণ বাড়ছে যুবতীর লিভারে!

গর্ভাশয়ে নয়, ভ্রুণ বাড়ছে যুবতীর লিভারে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ ডিসেম্বর, ২০২১

গর্ভবতী হওয়ার পর এক যুবতীর শারীরিক পরীক্ষা করতে গিয়ে চিকিৎসক গর্ভস্থ ভ্রুণ খুঁজে পেয়েছেন যুবতীর লিভারে! বিরল এই ঘটনা ঘটেছে কানাডার মানিটোবা চিলড্রেন্স হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটে। ৩৩ বছর বয়সী ওই যুবতীর লিভারে বাড়তে থাকা ভ্রুণের স্ক্যান করে তার ভিডিও বানিয়েছেন ওই ডাক্তার। জানিয়েছেন, সোনোগ্রাফি করার সময় তার নজরে আসে ভ্রুণটি লিভারে চলে এসেছে। ডাক্তারের মতে এটি বিরল এবং একইসঙ্গে বিপজ্জনকও। ডাক্তার আরও জানিয়েছেন, এটা একধরণের একটোপিক প্রেগন্যান্সি। অস্ত্রোপচার করে ওই যুবতীর প্রাণ বাঁচানো হয়েছে। কিন্তু ভ্রুণটিকে বাঁচানো যায়নি।