গ্রিন হাউজ গ্যাস কমাতে খসড়া প্রস্তাব

গ্রিন হাউজ গ্যাস কমাতে খসড়া প্রস্তাব

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ অক্টোবর, ২০২১

২০৩০ সালের মধ্যে শতকরা ৫০ ভাগ এবং ২০৫০ সালের মধ্যে গ্রিন হাউজ গ্যাসের নির্গমণ শতকরা ১০০ ভাগ কমানোর জন্য জি-২০ সম্মেলনে ওই গোষ্ঠীভুক্ত রাষ্ট্রনেতারা দায়বদ্ধ থাকার কথা জানালেন। রবিবার এই মর্মে খসড়া প্রস্তাবে সই করেছেন ওই সব রাষ্ট্রনেতা। এই খসড়ার মূল লক্ষ্য
বিশ্ব উষ্ণায়নের মাত্রা কমিয়ে দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা। এই লক্ষ্যমাত্রায় কীভাবে পৌঁছনো যাবে তাই নিয়ে পরিবেশবিদেরা কিন্তু সন্দিহান। ওই খসড়ায় বলা হয়েছে, বিশ্ব জুড়ে উষ্ণায়নের মাত্রা দেড়় ডিগ্রি সেলসিয়াসে রাখার জন্য সমস্ত দেশগুলিকেই বাস্তব পদক্ষেপ করতে হবে। আমেরিকা, চিন, ভারত, রাশিয়া-সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি বিশ্ব উষ্ণায়নের লক্ষ্যমাত্রা পূরণে স্বল্প, মাঝারি এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য রাখার কথা মনে করিয়ে দিয়েছেন। এ কাজে আন্তর্জাতিক স্তরে সহযোগিতাও জরুরি বলে মনে করছেন জি-২০ গোষ্ঠীর রাষ্ট্রনেতারা।