গ্রেট ব্যারিয়ার রিফে কোরাল রঙের বিস্ফোরণ!

গ্রেট ব্যারিয়ার রিফে কোরাল রঙের বিস্ফোরণ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ নভেম্বর, ২০২১

অষ্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। বিশ্ব হেরিটেজ সংস্থার অনুমোদিত পৃথিবীর অন্যতম এক প্রাকৃতিক বিস্ময়। সেই প্রবাল প্রাচীরের কোরালরা চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের তাপমাত্রা বেড়ে যাচ্ছিল। যার ফলে কোরালরা ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছিল। ২০১৬-১৭ থেকে। গবেষকরা জানিয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার বর্গ কিলোমিটার জুড়ে থাকা কোরালের মধ্যে প্রায় দু’হাজার পাঁচশো কোরাল নষ্ট হয়ে গিয়েছিল।
মঙ্গলবার বিজ্ঞানীরা সেই প্রবাল প্রাচীরে দেখলেন রঙের বিস্ফোরণ! কুইন্সল্যান্ডের কেয়ারন্স শহরে প্রশান্ত মহাসাগরের ওপর দেখা গেল সেই রঙের বিস্ফোরণ। বিজ্ঞানীরা দেখলেন অজস্র প্রবাল জন্ম দিচ্ছে অজস্র শুক্রাণু আর ডিমের! এই জন্ম দেওয়ার প্রক্রিয়া দুই থেকে তিন দিন পর্যন্ত চলে।
গ্যারেথ ফিলিপস, একজন মেরিন বিজ্ঞানী যার বিশেষ বিষয় প্রবাল এবং গ্রেট ব্যারিয়ার রিফ। বলেছেন, “খুব ভাল লাগছে দেখে যে প্রবালরাও জন্ম দিচ্ছে, সৃষ্টি করছে তাদের পরবর্তী প্রজন্মের। আরও গুরুত্বপূর্ণ যে, বিপর্যয় পর্ব চলার ১৮ মাস পরেও প্রবালদের ইকোসিস্টেম নষ্ট হয়নি।