গড় আয়ু হ্রাস করোনার ধাক্কায়

গড় আয়ু হ্রাস করোনার ধাক্কায়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ সেপ্টেম্বর, ২০২১

মানুষের গড় আয়ুতে কোপ বসালো করোনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম মানুষের গড় আয়ু ধাক্কা খেল৷ ‘ইন্টারন্যাশানাল জার্নাল অফ এপিডেমোলজি’ তে প্রকাশিত গবেষণা প্রবন্ধ থেকে জানা যাচ্ছে এ তথ্য। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদল ২০২০ সালের ২৯টি দেশের মৃত্যু নথি সংগ্রহ করে চালায় সমীক্ষা। দেখা যায় ২৭ টি দেশের মানুষের গড় আয়ু কমেছে। বহু দিন ধরে মানুষের জীবনকালের যে উন্নতি হয়েছিল তা ভেঙে গেল এক করোনার ধাক্কায়। এই গবেষণাদলের সদস্য জোশ ম্যানুয়েল আবুর্তো জানাচ্ছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক আয়ুক্ষয় দেখা গিয়েছিল। ইতিপূর্বের গবেষণায় জানা ছিল, কোনো দেশের মানুষের গড় আয়ু বাড়তে সময় লাগে সাড়ে পাঁচ বছর। করোনা আয়ুবৃদ্ধির ছককেই হয়তো ভেঙে ফেলল। আবার হয়তো প্রয়োজন চিকিৎসা বিজ্ঞানের বহুদিনের সাধনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =