চাঁদের দক্ষিণ মেরু অভিযান

চাঁদের দক্ষিণ মেরু অভিযান

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ জানুয়ারী, ২০২২

চাঁদের দক্ষিণ মেরু নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল রয়েছে দীর্ঘদিন ধরেই। প্রসঙ্গত উল্লেখ্য, চাঁদের অন্যান্য অংশ নিয়ে গবেষণা হলেও, দক্ষিণ মেরু এখনও অন্ধকারেই রয়েছে। আর এই অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে কোন রহস্য লুকিয়ে রয়েছে তা জানতেই অভিযান শুরু করতে চলেছে চিন। নতুন বছরে চাঁদের দক্ষিণ মেরুতে তিনটি অভিযান চালাবে চিন। সম্প্রতি এমনটাই শোনা গিয়েছে। সেই সঙ্গে এও শোনা গিয়েছে, চাঁদের মাটিতে লুনার স্টেশনও তৈরি করবে চিন।
২০২২ সালে মহাকাশ অভিযানের ক্ষেত্রে জোরকদমে ময়দানে নেমেছে চিন। চতুর্থ পর্যায়ের চন্দ্রাভিযানের অনুমতি দিয়েছে বেজিং। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের আর্টেমিস মিশন (চাঁদ) সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করার পরেই চিন তাদের নতুন তিনটি লুনার মিশনের কথা ঘোষণা করেছে। আগামী দিনে চন্দ্রপৃষ্ঠে চিন একটি রিসার্চ স্টেশন তৈরি করবে বলেও শোনা গিয়েছে। এর ফলে চাঁদের পরিবেশ সম্পর্কে আরও বিস্তারিত ভাবে গবেষণা করা সম্ভব হবে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।