চাঁদের মাটিতে জলের সন্ধান!

চাঁদের মাটিতে জলের সন্ধান!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ জানুয়ারী, ২০২২

জলের সন্ধান পাওয়া গিয়েছে চাঁদের মাটিতে। প্রমাণ পাওয়া গিয়েছে, চাঁদের মাটিতে জল সঞ্চিত রয়েছে। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে চিনের Chang’e 5 লুনার ল্যান্ডার। এই Chang’e 5 হল চিনের লুনার এক্সপ্লোরেশন মিশন অর্থাৎ চন্দ্র অন্বেষণ অভিযানের পঞ্চম পর্যায়। আর চিনের এই চন্দ্রাভিযানেই প্রথমবার নমুনা সংগ্রহ করে তা পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। চিনের Chang’e 5  লুনার ল্যান্ডার এই প্রথম চন্দ্রপৃষ্ঠে জলের প্রমাণ খুঁজে পেয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, পৃথিবীর বাইরে অন্য কোনও গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল কিনা কিংবা সেই গ্রহ বা উপগ্রহ আদৌ মনুষ্য বসবাসের যোগ্য কিনা, তা বোঝার জন্য সর্বপ্রথম জলের সন্ধানই করা হয়। মঙ্গলগ্রহের ক্ষেত্রেও তাই বিভিন্ন দেশের পাঠানো রোভার প্রথমে লালগ্রহের পৃষ্ঠদেশে জলের সন্ধানই করেছে। ঠিক তেমনটাই হয়েছে চন্দ্রপৃষ্ঠের ক্ষেত্রেও। সম্প্রতি সায়েন্স অ্যাডভান্স জার্নালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে লুনার সয়েল বা চাঁদের মাটিতে Chang’e 5 লুনার ল্যান্ডারের ল্যান্ডিং এরিয়া বা অবতরণ স্থলের মাটিতে ১২০ parts-per-million (ppm)- এর কম জল রয়েছে। বা বলা যায় প্রতি টন মাটিতে ১২০ গ্রাম জল রয়েছে। অন্যদিকে একটি হাল্কা এবং ফাঁপা পাথর ১৮০ ppm জল ধারণ করতে পারে। পৃথিবীর তুলনায় এই অংশে মাটিতে জলের পরিমাণ অনেক কম হওয়ায় চাঁদের পৃষ্ঠদেশ অনেক বেশি শুষ্ক এবং রুক্ষ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eleven =