
বিজ্ঞানভাষ সংবাদদাতা । ১২ ডিসেম্বরঅ্যালান শেফার্ডকে মনে পড়ে? প্রথম আমেরিকান যিনি মহাকাশে গিয়ে চাঁদে পা রেখেছিলেন। চাঁদে যাওয়া পৃথিবীর পঞ্চম মানুষ। আর প্রথম মহাকাশচারী যিনি চাঁদে পা রাখার পর চন্দ্র পৃষ্ঠে গলফ খেলেছিলেন! সেই অ্যালান শেফার্ডের মেয়ে লরা শেফার্ড চার্চলি বাবার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবার যাচ্ছেন মহাকাশে! মার্কিন ধনকুবের জেফ বেজোসের কোম্পানি ব্লু অরিজিন পর্যটকদের মহাকাশে বেড়ানোর জন্য এই নিয়ে তৃতীয়বার পাঠাচ্ছে! সেই মহাকাশযানে সফরসঙ্গী হচ্ছেন লরা। তার সঙ্গে থাকছেন জনপ্রিয় টিভি সিরিয়ালের অ্যাঙ্কর মাইকেল স্ট্রাহান এবং আরও চার পর্যটক। লরা বলেছেন, “বাবার চাঁদে গলফ খেলার ঘটনার কথা শুনে আমি ভীষণ রোমাঞ্চিত হতাম। একদিন বাবা হঠাৎ বলেছিল মহাকাশে যাবে। নাসার হয়ে কাজ করবে।” মহাকাশে ব্লু অরিজিনের এই তৃতীয় ফ্লাইটে সঙ্গী থাকছেন মোট ৬জন। যার মধ্যে একজনই রয়েছেন সমাজসেবক, ডিলান টেলর। বাকিদের মধ্যে দু’জন মার্কিন ধনকুবের। এর মধ্যে এক কোটিপতি লেন বেসের সঙ্গে থাকছেন তার ছেলে ক্যামরনও। মহাকাশে যাওয়া নিয়ে ভীষণ উত্তেজিত লরা নিশ্চিত তার মেয়েও একই কথা বলবেন যে তিনি তার বাবাকে বলেছিলেন ৬০ বছর আগে মহাকাশযানে ওঠার আগে, ”যাও উপভোগ করে এস মহাকাশ ভ্রমণ!”