চাঁদে মানুষ পাঠাতে উদ্যোগী চিনও

চাঁদে মানুষ পাঠাতে উদ্যোগী চিনও

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ ডিসেম্বর, ২০২১

২০৩০ সালের মধ্যে মহাকাশের বিভিন্ন অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চাইছে জাপানের প্রতিবেশী দেশ চিনও। মঙ্গলগ্রহে ইতিমধ্যেই তারা রোভার পাঠিয়েছে। এবার শোনা গিয়েছে যে জাপানের মতো চিনও চাঁদে নভশ্চর পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
চাইনিজ ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (CNSA) সফল ভাবে তাদের রোভার ঝুরং পাঠিয়েছে মঙ্গলগ্রহে। এ বছর মে মাসে লালগ্রহে এই ঝুরং রোভার পাঠিয়েছে চিন। আর এর ফলেই আমেরিকা এবং রাশিয়ার পর এবার মঙ্গলের মাটিতে পা রাখা তৃতীয় দেশের খেতাব পেয়ে গিয়েছে চিন। সফলভাবে ৯০ দিনের মিশন সম্পূর্ণও করেছে রোভার ঝুরং। চিনের অগ্নিদেবতার নামে নামকরণ করা হয়েছে এই রোভারের। প্রাণের অস্তিত্ব খোঁজা এবং জলের সন্ধানের পাশাপাশি রোভার ঝুরং মঙ্গলগ্রহের মাটি, পৃষ্ঠদেশের অন্যান্য উপদান নিয়েও গবেষণা করেছে। সেই সঙ্গে পর্যবেক্ষণ করেছে মঙ্গলগ্রহে আবহাওয়া এবং বায়ুমণ্ডলও।