চালু হচ্ছে প্রথম স্বয়ংক্রিয় ট্রাক্টর

চালু হচ্ছে প্রথম স্বয়ংক্রিয় ট্রাক্টর

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ জানুয়ারী, ২০২২

গ্রেট বৃটেনের বহুজাতিক খামার সরঞ্জাম সংস্থা জন ডির তৈরি করল বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ট্রাক্টর। এই ট্রাক্টর চাষের ক্ষেতে চালিয়ে দিয়ে চাষী ক্ষেতের ধারে মাচায় বসে থাকতে পারেন। ট্রাক্টরকে পরিচালনা করতে পারেন নিজের স্মার্ট ফোনের সহায়তায় বা ক্যামেরার সহায়তায়। এই ট্রাক্টরের যে স্বয়ংক্রিয় প্রযুক্তি সেটা একটা কিট। বর্তমানে মানুষ-চালিত প্রথাগত ট্রাক্টরেও সেই কিট লাগিয়ে দেওয়া যেতে পারে। এই কিটে সিইএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেখানে রয়েছে ৬ জোড়া স্টিরিও ক্যামেরা। যার সহায়তায় ট্রাক্টরের চারপাশ পর্যবেক্ষণ করা যাবে। বিশেষভাবে, দুর্ঘটনা এড়ানোর ব্যাপারে এই স্বয়ংক্রিয় ট্রাক্টরকে আলাদা গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত ২০২০-২১ মরশুমে চাষের ক্ষেতে, বনাঞ্চলে এবং মাছ ধরার অঞ্চলগুলোয় ৪১টি মৃত্যুর মধ্যে ১৩ জন মারা গিয়েছেন ট্রাক্টরের ধাক্কায়। স্বয়ংক্রিয় ট্রাক্টরে যেহতু চালক থাকছে না তাই তার অসাবধানতায় ট্রাক্টরের ধাক্কায় মানুষ মারা যাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে জন ডির। গত তিন বছর ধরে এই ট্রাক্টর তৈরির গবেষণা চলছে। সংস্থার তরফে জানানো হয়েছে এবছর পরীক্ষামূলকভাবে ১২ থেকে ২০টি স্বয়ংক্রিয় ট্রাক্টর বাজারে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষায় সফল হলে বিশ্ব জুড়ে এই ট্রাক্টরের মার্কেটিং করবে জন ডির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =