চিলির চিড়িয়াখানায় প্রাণীদের টীকা দেওয়া হল

চিলির চিড়িয়াখানায় প্রাণীদের টীকা দেওয়া হল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ ডিসেম্বর, ২০২১

চিলির রাজধানীর বাইরে বুইন চিড়িয়াখানায় প্রাণীদের কোভিড-১৯-এর টীকা দেওয়া শুরু হল। সিংহ, বাঘ, পুমা এবং ওরাংগুটানরা কোভিডের টীকা নিল। চিড়িয়াখানার অধিকর্তা জানিয়েছেন, একটি গ্লোবাল অ্যানিমাল হেলথ কোম্পানি টীকা সরবরাহ করেছে। তাদের পর্যবেক্ষণে, ১০টি প্রজাতির প্রাণী আছে যারা কোভিড ভাইরাসে দ্রুত আক্রান্ত হতে পারে বা ভাইরাসের বাহকও হতে পারে। তাই পরীক্ষামূলকভাবে এই টীকাকরণ এখন শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। চিড়িয়াখানার অধিকর্তা আরও জানিয়েছেন, প্রথম ডোজের এই টীকা দেওয়ার ফল লক্ষ করে তারপর বিশ্ব জুড়ে সমস্ত চিড়িয়াখানায় থাকা প্রাণীদের জন্যও টীকা তৈরি করা হবে বলে জানিয়েছে টীকা প্রস্তুতকারক সংস্থা। গতবছর এই টীকা প্রস্তুতকারক সংস্থা কুকুর আর বেড়ালের জন্য টীকা তৈরি করেছিল। এবছর তাদের লক্ষ্য বিশ্বের সমস্ত বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রে থাকা প্রাণীদের জন্য টীকা প্রস্তুত করা।