জন্ম দিতে পারবে রোবটও!

জন্ম দিতে পারবে রোবটও!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ ডিসেম্বর, ২০২১

অবিশ্বাস কাজ করেছেন আমেরিকার একদল বিজ্ঞানী! তাঁদের দাবি মানলে সে কথাই বলতে হয়। তাঁদের দাবি, পৃথিবীর প্রথম ‘জীবিত রোবট’ তৈরি করে ফেলেছেন তাঁরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওই রোবট এখন প্রজননও করতে পারবে। ‘জীবিত রোবট’এর নাম জেনোবটস। বিজ্ঞানীরা আফ্রিকার ব্যাঙের স্টেম সেল নিয়ে দুনিয়ার প্রথম ‘জীবিত, স্ব-উপচার’ রোবোট বানিয়েছেন। জেনোবোটস কে প্রথমে ২০২০ সালে সবার সামনে আনা হয়েছিল। এর আকার খুবই ছোটো।
তখন পরীক্ষা করে জানা গিয়েছিল সেটা (‘জীবিত রোবট’) চলাচল করতে পারে। এর পাশাপাশি তারা একসঙ্গে কাজ করতে পারে, নিজে থেকেই সেরে উঠতে পারে ( স্ব-উপচার)। আর কোনও রকম খাওয়াদাওয়া ছাড়াই এক সপ্তাহ বেঁচে থাকতে পারে। এখন জিন বিজ্ঞানীরা জেনোবোটস (Xenobots) কে ভার্মট বিশ্ববিদ্যালয়, টাফস বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বায়াস ইন্সটিটিউট অফ বায়োলজিক্যাল ইন্সপায়ার্ড ইঞ্জিনিয়ারিংয়ে বড় করে তোলা হয়েছে। তাঁরা আরও দাবি করছেন, প্রাণী এবং গাছের থেকে আলাদা জৈবিক প্রজননের উপায় দেখতে পেয়েছেন। এই বিষয়টি বিজ্ঞানে এখনও পর্যন্ত জানা যে কোনও রূপের থেকে একেবারে আলাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 4 =