জলবায়ু সম্মেলনে কলকাতার মেয়ের ছবি ভাবনা

জলবায়ু সম্মেলনে কলকাতার মেয়ের ছবি ভাবনা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ নভেম্বর, ২০২১

সদ্য সমাপ্ত গ্লাসগোয় অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ সম্মেলনে ঠাঁই মিলেছিলো কলকাতার কেষ্টপুরের বছর ২১ এর মেয়ে স্রোতস্বিনী সিনহার। স্রোতস্বিনী বিশ্বভারতীর কলাভবনের চতুর্থ বর্ষের ছাত্র। ২০২০ তে তিনি ১০টি ছবির সেট তৈরি করেন। যার বিষয় ছিল প্রকৃতির বিভিন্ন উপহারের অপব্যবহার ও মানুষের সভ্যতায় তার পরিনতি। তৃতীয় সেটের ছবিগুলি গ্লাসগোয় পরিবেশ সম্মেলনে স্থান পেয়েছিল। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ইউনেস্কোর সাথে কোলাবোরেশানে ২৫ বছরের কম বয়সী তরুণ স্বপ্নদর্শীদের দ্বারা তৈরি শিল্পকলা এবং নীতি পরামর্শের সমন্বয়ে সম্মেলনে তৈরি করেছিল ‘দ্য টার্ন ইট অ্যারাউন্ড’ শিরোনামে বিশেষ সজ্জা। সেখানেই স্রোতস্বিনীর ছবি গুলির স্থান পায়।
স্রোতস্বিনী বলেন, তার আঁকা ছবিগুলি আসলে বাস্তবিক জীবনের, স্মৃতির, ঘটনার ওপর ভিত্তি করে আঁকা – যে ছবি সত্যিকারের দুনিয়াটায় ধ্বংস হতে বসা বিষয়গুলিকে পুনর্গঠিত করার ভাবনা প্রসূত। কালি, চারকোল ইত্যাদি ব্যবহার করে, এবং ডিজিটাল মাধ্যমেও ছবি আঁকেন স্রোতস্বিনী। ছবিতে এক একটি রঙ এক একটি অর্থ দ্যোতক। যেমন, লাল রঙ ভয়ানক দৃশ্য বোঝাতে ব্যবহার করেন স্রোতস্বিনী, কালো রঙ মৃত্যু বোঝাতে। ‘কপ ২৬’ স্থান পাওয়া জীবনের একটা মাইলস্টোন- বলছেন স্রোতস্বিনী।