জীবন্ত ফসিল

জীবন্ত ফসিল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ আগষ্ট, ২০২১

বিভিন্ন প্রজাতি মিলিয়ে হাঙর পৃথিবীতে প্রায় ৪৫০০ লক্ষ বছর ধরে বাস করছে। তাই হাঙরকে বলা হয় পৃথিবীর জীবন্ত ফসিল। সুইডেনের উপল ইউনিভার্সিটির গবেষণা জানাচ্ছে, ক্রেটাসিয়াস যুগের গ্রহাণু বিস্ফোরণও লুপ্ত করতে পারেনি হাঙরের সব প্রজাতিকে। কারণ, হাঙরের ক্ষতিগ্রস্ত DNA পুনর্গঠনের আশ্চর্য ক্ষমতা। যদিও কিছু প্রজাতির হাঙর সেই সময়ের মধ্যে লুপ্ত হয়ে যায়ই। তবু, DNA পুনর্গঠনের জন্যই সাদা হাঙর এবং অন্যান্য প্রজাতির হাঙর পৃথিবীর শক্তিশালী প্রাণী হিসাবে বিবেচিত হয়। কিন্তু ঐ একই বিস্ফোরণ লুপ্ত করেছিল ডায়নোসরের প্রজাতি এবং পৃথিবীতে বসবাসকারী অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর প্রজাতিকেই। মহম্মদ বাজ্জির নেতৃত্বাধীন গবেষক দল ক্রেটাসিয়াস যুগের গোড়া থেকে প্যালিওজিন যুগের শুরু পর্যন্ত ২৭০ লক্ষ বছর বিস্তৃত ৯ প্রজাতির হাঙরের ১ হাজার ২৩৯টি দাঁতের ফসিল নিয়ে গবেষণা করে এই তথ্য সামনে এনেছেন।