জেগে উঠে দেখলেন পাশে অতিথি!

জেগে উঠে দেখলেন পাশে অতিথি!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ ডিসেম্বর, ২০২১

করোনা আক্রান্ত হয়ে কোমায় চলে গিয়েছিলেন এক অন্তঃসত্বা। ৫০ দিন পর জেগে উঠে তাঁর দেখা হল তাঁর নবজাতকের সঙ্গে।
এক মাসের কন্যা। জন্মের প্রথম মাস মাকে ছাড়াই কাটিয়েছে সে। তাঁর মা-ও দেখতে পাননি মেয়ের প্রথম স্নান, শুনতে পাননি প্রথম কান্না, অনুভব করেননি প্রথম স্পর্শ। মেয়ের প্রথম অনেক কিছুই না-দেখা হয়ে রয়ে গিয়েছে তাঁর। ওই মহিলার নাম লরা ওয়ার্ড। বয়স ৩৩। লরা একটি স্কুলের সহ শিক্ষিকা। অক্টোবরের মাঝামাঝি সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল তাঁর। বদলে তাঁর প্রসব করানো হয় দু’মাস আগে। জুলাইয়ের শেষ দিকে। লরা তখন কোমায় আক্রান্ত। তবে তার আগে তিনি শুনেছেন, সন্তানকে সময়ের অনেক আগে প্রসব না করালে বিপদ। তিনি বা সন্তান কেউ ই সেক্ষেত্রে বাঁচবেন না। জ্ঞান হারানোর আগে লরা মাথা নেড়ে সম্মতি দিয়ছিলেন অস্ত্রোপচারের। এরপর লরার ঘুম ভাঙে ৩০ সেপ্টেম্বর।