টিভির স্ক্রিনে জিভ দিলেই খাবারের স্বাদ

টিভির স্ক্রিনে জিভ দিলেই খাবারের স্বাদ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ জানুয়ারী, ২০২২

লিকেবেল টেলিভিশন। টিভির স্ক্রিনে খসবার ভেসে ওঠার সাথে সাথেই টিভির স্ক্রিনে জিভ রাখলে পাওয়া যাবে সেই খাবারের স্বাদ। জাপান তৈরি হয়েছে এই লিকেবেল টেলিভিশন স্ক্রিন। এই স্ক্রিন তৈরি করেছেন মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমি মিয়াশিতা। এটি একটি প্রোটোটাইপ লিকেবল টিভি, যেখান থেকে আপনি পেতে পারেন বিভিন্ন খাবারের স্বাদ। এই টিভির নাম রাখা হয়েছে ‘টেস্ট দ্যা টিভি’। অধ্যাপক মিশায়িতা জানাচ্ছেন মোট ১০ রকমের ভিন্ন ভিন্ন স্বাদ আস্বাদন করার সুযোগ পাওয়া যাবে রি টিভির মাধ্যমে। মিয়াশিতার কথায় “আপনারা টিভিতে এই স্ক্রিন ব্যবহার করে যদি পর্দায় কোনো খাবার দেখতে পান তাহলে সেটি চেটে তার আসল স্বাদ অনুভব করতে পারবেন। জাপানের মিয়াশিতার বিশ্ববিদ্যালয় মেইজি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের জন্যে রাখা হয়েছিল টিভিটি। কত দাম হতে পারে এই লিকেবল স্ক্রিন সমেত গোটা স্মার্ট টিভির? মিশায়িতা জানিয়েছেন বাণিজ্যিক সংস্করণ তৈরি করতে প্রায় ৮৭৫ মার্কিণ ডলার খরচ হবে। ভারতীয় মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় ৬৫৫০০ টাকা।