ট্রপোস্ফিয়ারের সীমা প্রসারণ

ট্রপোস্ফিয়ারের সীমা প্রসারণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ নভেম্বর, ২০২১

উষ্ণায়ন বায়ুমন্ডলের নিচের স্তর ট্রপোস্পিয়ারের আয়তনের পরিবর্তন ঘটিয়ে ফেলছে৷ টরেন্টো বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞানী জেন লুই এবং তার সহকর্মীরা চলতি নভেম্বরের ৫ তারিখে বিজ্ঞান জার্নাল সায়েন্স অ্যাডভান্স এ প্রকাশ করেছেন – জলবায়ু পরিবর্তনের ফলে শেষ ৪০ বছর ধরে প্রতি দশকে উত্তর গোলার্ধের ট্রপোস্ফিয়ারের ঊর্দ্ধমাত্রা গড়ে ৫০-৬০ মিটার করে বেড়েছে। প্রাথমিক জানার মধ্যেই আছে ট্রপোস্ফিয়ার বায়ুমন্ডলের একেবারে নিচের স্তর। ক্রান্তীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে যার গড় উচ্চতা ১৭ -২০ কিমি আর মেরু অঞ্চলে এই উচ্চতা ৭ কিমি। ট্রপোস্ফিয়ারের এই উর্দ্ধসীমার পারিভাষিক নাম – ট্রপোপোজ। উষ্ণতায় ট্রপোপোজ প্রসারিত হয় আর শীতলতায় ট্রপোপোজ নেমে আসে। কিন্তু পৃথিবীতে ক্রমাগত বেড়ে চলা গ্রীনহাউজ গ্যাসের জন্যেই বায়ুমন্ডল উষ্ণ হচ্ছে। সে কারণেই ট্রপোস্ফিয়ারের এই পরিবর্তন। লিউরা দেখেন ১৯৮০-২০২০ পর্যন্ত ট্রপোস্ফিয়ারের উর্দ্ধসীমা বেড়েছে প্রায় ২০০ মিটার। ট্রপোস্ফিয়ারের সীমা প্রসারণ আবহাওয়ার ওপর ঋণাত্মক প্রভাব ফেলে। লিউ বলেন, এর আগে আমরা বিশ্ব উষ্ণায়ণ, গ্লেসিয়ার গলে যাওয়া, সমুদ্র জলস্থর বাড়া জলবায়ু বদলের ইত্যাদি চিহ্ন গুলির সাথে পরিচিত ছিলাম। এবার নতুন চিহ্ন যোগ হলো – ট্রপোস্ফিয়ারের উর্দ্ধসীমা বৃদ্ধি।