ডায়াবিটিস রোগীদের স্বস্তি

ডায়াবিটিস রোগীদের স্বস্তি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ জানুয়ারী, ২০২২

দীর্ঘদিন ধরে ডায়াবিটিসে ভোগা রোগীদের কাছে স্বস্তির খবর। রক্তে বাড়তি শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে এরকম ওষুধ এবার আবিষ্কার হওয়ার পথে। সেক্ষেত্রে ডায়াবিটিসে ভোগা রোগীদের হৃদরোগে বা হার্ট অ্যাট্যাকে মৃত্যুর সংখ্যা কমার সম্ভাবনা তৈরি করা যাবে। আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান পত্রিকা জার্নাল অফ আমেরিকান হার্ট অ্যাসোশিয়েশনে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গিয়েছে যারা বহুদিন ধরে টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন তাদের অধিকাংশ আক্রান্ত হন হৃদরোগে। তাদের ধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়ার ফলে জটিল হৃদরোগে আক্রান্ত হন তারা। এই অবস্থায় গবেষকদের পর্যবেক্ষণ, ড্যাপাগ্লিফ্লোজিন নামের এক ওষুধের প্রয়োগে রক্তে শর্করার হঠাৎ বেড়ে যাওয়া নিয়ন্ত্রিত হচ্ছে। তাতে গবেষকদের দাবি, হৃদরোগ ও অন্যান্য নানাধরণের জটিল হৃদরোগের আশঙ্কা ও মৃত্যু কমে যাবে। গবেষণাটি চালানো হয়েছে গবেষণাগারে। এখনও ক্লিনিকাল ট্রায়াল হয়নি। গবেষকরা জানিয়েছেন, ডায়াবিটিসের জন্য বাজারে চালু অন্য ওষুধগুলো এই বিষয়ে কার্যকরী হতে পারে কী না সেটা তারা দেখতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + twenty =