ডি এন এ বিশ্লেষণে মায়া সভ্যতার ইতিহাস

ডি এন এ বিশ্লেষণে মায়া সভ্যতার ইতিহাস

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ জুন, ২০২৫

পশ্চিম হন্ডুরাসের কোপান শহরের ধ্বংসাবশেষের নীচে লুকিয়ে আছে ক্লাসিক মায়া সভ্যতার এক গুরুত্বপূর্ণ নগরীর ইতিহাস। সম্প্রতি কোপান অঞ্চল থেকে প্রাপ্ত সাতজন ব্যক্তির প্রাচীন জিনগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঐতিহাসিক ও জনতাত্ত্বিক পরিবর্তনের নতুন ধারণা পাওয়া গেছে। গবেষণাটি কারেন্ট বায়োলজি পত্রিকায় প্রকাশিত হয়েছে।

এই ব্যক্তিদের মধ্যে একজন সম্ভবত রাজবংশীয় সদস্য এবং একজন বলিপ্রদত্ত। বিশ্লেষণে দেখা গেছে, কোপানের জনগণ পরবর্তী আর্কাইক যুগের (৫৬০০–৩৭০০ বছর আগে) জনগোষ্ঠী, পরবর্তী মায়া গোষ্ঠী এবং বর্তমান মেক্সিকোর মায়া জনগণের সঙ্গে জিনগতভাবে সম্পর্কযুক্ত । এতে বোঝা যায়, প্রায় ১২০০ বছর আগে জনসংখ্যা হ্রাস পেলেও মায়া জনগোষ্ঠী সম্পূর্ণ বিলুপ্ত হয়নি।

কোপানে মানব বসতি শুরু হয় প্রাক -ক্লাসিক যুগে (১০০০ খ্রিষ্টপূর্বাব্দের আগে), যখন ছোট কৃষিজীবী সম্প্রদায় অঞ্চলটিতে আসে। পরবর্তী কয়েক শতকে এখানে মায়া স্থাপত্য ও শিলালিপির বিকাশ ঘটে। ৪২৬/৪২৭ খ্রিষ্টাব্দে প্রথম রাজা কইনিচ ইয়াক কুক মো রাজত্ব করেন এবং কোপানে রাজবংশ স্থাপন করেন। প্রায় ৪০০ বছর ধরে এই রাজবংশ শহরটিকে রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচালিত করে।

গবেষকরা ১৬টি কঙ্কালের পেট্রাস হাড়(মাথার খুলির হাড়) থেকে ডিএনএ সংগ্রহ করেন, যার মধ্যে ৭টি নমুনা বিশ্লেষণের জন্য যথেষ্ট উপযুক্ত ছিল। এদের মধ্যে একমাত্র একজন রাজকীয় কবরস্থানে সমাধিস্থ ছিলেন এবং বাকিদের অধিকাংশের ক্ষেত্রে ধনসম্পদের কোনো নিদর্শন ছিল না। একজনকে বলিপ্রদত্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

ডিএনএ বিশ্লেষণে দেখা যায়, প্রাচীন ও আধুনিক আমেরিকার জনগণের সঙ্গে তুলনা করলে, মায়া সভ্যতার স্থানগুলিতে দীর্ঘস্থায়ী জিনগত ধারাবাহিকতা বিদ্যমান। ক্লাসিক যুগে হাইল্যান্ড মেক্সিকো থেকে প্রায় ৬.১% ± ২.৬% জিনগত প্রবাহের প্রমাণ মেলে, যা কৃষ্টি ও জনগোষ্ঠীর মিশ্রণের ধারণাকে সমর্থন করে।

গবেষণাটি মায়া সভ্যতার জনতাত্ত্বিক ধারাবাহিকতা ও বহিরাগত সংযোগের এক নতুন দৃষ্টিকোণ উপস্থাপন করে এবং জলবায়ু সংকট ও সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে মায়া সভ্যতার পতনের একটি জিনগত ভিত্তি তুলে ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − two =