ডেল্টার থেকে বেশি ক্ষতি করছে ওমিক্রন

ডেল্টার থেকে বেশি ক্ষতি করছে ওমিক্রন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ জানুয়ারী, ২০২২

কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়, স্ট্যাটিসটিক্স ডেনমার্ক এবং সেরাম ইনস্টিটিউটের পরিসংখ্যানবিদরা মিলে একটি সাম্প্রতিক গবেষণায় জানিয়েছেন, করোনার ডেল্টা ভ্যারিয়ান্টের তুলনায় ওমিক্রনের আক্রমণে টীকা দেওয়া ব্যক্তিদের প্রতিরোধ ক্ষমতা বেশি কমে যাচ্ছে। ডিসেম্বরে ডেনমার্কে ১২ হাজার পরিবারের মধ্যে এই বিষয়ে সার্ভে করা হয়েছিল। দেখা গিয়েছে ওমিক্রনে সংক্রমণের হার ২.৭ থেকে ৩.৭ শতাংশ বেশি ডেল্টার তুলনায়। অথচ, ডেনমার্কে টীকার দু’টো ডোজ দেওয়া হয়েছে ৭৮ শতাংশ মানুষকে। যাদের মধ্যে ৪৮ শতাংশ টীকার তৃতীয় ডোজও নিয়ে ফেলেছেন। এর মধ্যে স্বস্তির খবর যে, টীকা নেওয়া মানুষের থেকে সংক্রমণ তুলনামূলকভাবে কম হচ্ছে। আর ডিসেম্বরে ওমিক্রনে আক্রান্ত ৯৩জন রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তার মধ্যে পাঁচজনকেও আইসিইউ-তে স্থানান্তরিত হতে হয়নি।