তাপমাত্রা নামতে শুরু করল

তাপমাত্রা নামতে শুরু করল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ ডিসেম্বর, ২০২১

উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ঠান্ডা হাওয়ার প্রবাহ শুরু হয়ে গিয়েছে। এই হাওয়া যত তীব্র হবে, ততই জাঁকিয়ে পড়বে শীত। এদিকে, পুবালি বাতাস বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনায় গত কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় মাঝে মাঝে হাল্কা মেঘের দেখা মিলছে। গণেশবাবু জানিয়েছন, এবার পুবালি বাতাস দুর্বল হতে শুরু করেছে। ফলে উত্তুরে হাওয়া ফের সক্রিয় হয়ে উঠেছে।আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, আজ, রবিবার রাত থেকেই ভালোমতো ঠান্ডা অনুভূত হবে। বুধবারের মধ্যেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই দফায় শীতের কাঁপুনি কতদিন স্থায়ী হবে, তা হলফ করে বলতে পারেননি কেউ।  সাধারণত কাশ্মীর, হিমাচল প্রদেশে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তুষারপাত শুরু হলে উত্তুরে হাওয়া কিছুটা দুর্বল হয়ে পড়ে। তুষারপাত বন্ধ হলে ফের বইতে শুরু করে ঠান্ডা হাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =